মরিচের গুড়ো খেয়ে বেঁচে অাছেন তিনি…

একজন মানুষ সারাদিন কেবল মরিচের গুড়ো খান, আর কোনো খাদ্যই গ্রহণ করেন না, এমন ঘটনা শুনলে চমকে উঠতেই হয়। কখনও মরিচের গুড়ো, কখনও কাঁচামরিচ, কখনও আবার মরিচ সেদ্ধ খান তিনি। আর তাই নাম হয়ে গেল ‘চিলি কিং’ বা ‘মরিচ রাজা’।

চীনের হিনান প্রদেশের বাসিন্দা ‘চিলি কিং’-এর আসল নাম লি ইয়ংঝাই। প্রতিদিন আড়াই কেজি মরিচ না খেলে তার নাকি ঘুম আসে না। নিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন ৮টি ভিন্ন প্রজাতির মরিচের গাছ।

আশ্চর্যের বিষয় হলো, গত ৮ বছরে ‘চিলি কিং’ ছোট-বড় কোনো অসুখে ভোগেননি। মরিচ খেতে খেতেই তিনি সাংবাদিকদের বললেন, মরিচ ছাড়া আর তার কোনো খাবারই ভালো লাগে না। তবে গত ৬ মাস ধরে দারুণ ঝালের কোনো মরিচ খাওয়ার সুযোগ হয়নি বলে তার মনটা খারাপ। এদিকে, ‘চিলি কিং’-এর ছেলে বলছে, বাবা, এতো ঝাল খায় কী করে বুঝি না!



মন্তব্য চালু নেই