মরা গরুর মাংস বিক্রি, কসাই আটক
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে বাবলু (৫০) নামের এক মাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক বাবলুর বাড়ি সলঙ্গার আলোকদিয়া গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, মাংস বিক্রেতা বাবলু কামারখন্দ উপজেলার সল্প-মাহমুদপুর গ্রাম থেকে ৪০ হাজার টাকা দিয়ে আজ সোমবার সকালে একটি অসুস্থ ষাড় গরু কেনেন। গরুটি গাড়িতে ওঠানোর সময় মারা গেলে তাৎক্ষণিক জবাই করে ফেলেন কসাই বাবলু। পরে সলঙ্গার পাঁচলিয়া বাজারে মরা গরুর মাংস বিক্রি কালে স্থানীয় লোকজন সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া স্যানিটারি পরিদর্শককে জানান। বিকেল ৩টার দিকে সলঙ্গা থানা পুলিশ মরা গরুর মাংস বিক্রির অভিযোগে বাবলু কসাইকে আটক করে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রিপন সাহা জানান, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবলুকে আটক করা হয়েছে। তবে মরা গরুর বিষয়ে এখনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এ ব্যাপারে উল্লাপাড়া স্যানিটারি পরিদর্শক আসগর আলী জানান, মরা গরুর মাংস কি-না তা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য চালু নেই