মরণোত্তর চক্ষুদান : কী বলে ইসলাম
অনেক জায়গাতেই আই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। তাই অনেকে মৃত্যুর সময় আই ব্যাংকে চক্ষুদান করার ওছিয়্যাত করে থাকে। অনেকে এইভাবে বলে যে, একজনের রক্ত যদি অন্য একজনকে দেয়া যায় তাহলে একজনের চোখ আরেক জনকে কেন দেয়া যাবে না কেন? এই বিষয়ের সঠিক সমাধান জানতে চাচ্ছি।
ইসলাম প্রত্যেক ব্যক্তিকেই সম্মান দিয়েছে এমনকি মৃত ব্যক্তিকেও। যার ফলে তার চোখ উঠানোর মাধ্যমে তাকে অপমান করা হয় আর এটা ইসলামে জায়েজ নেই। আর রক্তের সাথে বিষয়টা তুলনা করা ঠিক না। [ফাতাওয়ায়ে রহীমিয়া৮-২৬২]
মন্তব্য চালু নেই