মন্দিরে ঢুকতে চাওয়ায় ৯০ বছরের বৃদ্ধকে কুপিয়ে খুন

উত্তরপ্রদেশের হামিরপুরে মন্দিরে ঢোকার সময় টাকা দিতে রাজি না হওয়ায় দলিত সম্প্রদায়ভুক্ত এক বৃদ্ধকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জালালপুর-রথ থানার এসএইচও রাম সহায় যাদব জানিয়েছেন, খিম্মা আহিরওয়ার নামে ৯০ বছর বয়সী ওই বৃদ্ধ বিলগাঁওয়ের বাসিন্দা। স্ত্রী, ছেলে ও ভাইকে নিয়ে তিনি এখানকার ময়দানি বাবা মন্দিরে গিয়েছিলেন বুধবার।

সেখানে সঞ্জয় তেওয়ারি নামে এক ব্যক্তি তাঁর কাছে টাকা চায়। খিম্মা টাকা দিতে সম্মত না হওয়ায় কথা কাটাকাটি শুরু হয় দুজনের। আচমকা সঞ্জয় তাঁকে কুঠার দিয়ে কোপাতে শুরু করে। কুঠারের আঘাতে মারা যান খিম্মা। তারপর তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়।

সঞ্জয়কে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা।

সূত্র: এপিবি আনন্দ



মন্তব্য চালু নেই