মন্দিরের মাটি খুঁড়তেই মিলল গুপ্তধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি গ্রামের দুর্গা মন্দিরের মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধনের সন্ধান পেয়েছে স্থানীয়রা।
শনিবার সকালে উপজেলার গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় একটি পিতলের হাড়িতে (ডেকচি) রাখা ৪৮৬ টি ভারতীয় রৌপ্যমুদ্রা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এগুলো থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, মন্দির কমিটির সভাপতি সুজিত ঘোষের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে আমরা গুপ্তধন উদ্ধার করে থানায় নিয়ে আসি। মন্দিরের ওই স্থানটিতেও একসময় মন্দির ছিল। ফলে উচু জায়গাটি কেটে সমতল করছিল মন্দিরের লোকজন। মুদ্রাগুলোর গায়ে ১৮৮৬,১৮৬৫ সহ বিভিন্ন সাল লেখা রয়েছে। ব্রিটিশ আমলের এসব মুদ্রাগুলোর সব ভারতীয় ১ রুপির কয়েন। মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়া হবে বলে জানান ওসি।
মন্তব্য চালু নেই