মন্ত্রীদের চেহারায় হতাশা : অলি আহমেদ

‘মন্ত্রীদের মুখে হাসি নেই’ মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. অলি আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার স্থায়ী হতে পারবে না এই আশঙ্কায় মন্ত্রীদের চেহারায় হতাশা দেখা যায়।’

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এই বিএনপি নেতা।

অলি আহমেদ বলেন, ‘মন্ত্রীর পুত্র-জামাই খুন, গুমের সঙ্গে জড়িত হচ্ছে। সরকার খুন, গুমের দায় এড়াতে পারে না। প্রতিদিনই খুন আর গুমের ঘটনা ঘটছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে আত্মীয় স্বজন দিয়ে দেশ পরিচালনা করছে।’

‘সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী নয়’ এমন মন্তব্য করে ১৯দলীয় জোটের এ নেতা বলেন, ‘উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতি করেছে। প্রশাসন এতে সহায়তা করেছে।’

কাউন্সিলে অধ্যাপক কারিমা খাতুনকে সভাপতি এবং লাকি হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই