মনে ক্ষোভ নিয়ে প্রথম আলোর উদ্দেশ্যে যা বললেন আসিফ…

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর অতীতে বেশ কয়েকবার মেরিল প্রথম আলো এ্যাওয়ার্ড পেয়েছেন। তবে এবার এ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা তিনি এত বড় অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রটাও পর্যন্ত হাতে পাননি, সে জন্য কিছুটা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলো পত্রিকাকে উদ্দেশ্য করে তার ফেসবুকে আজ দুপুরে একটি স্ট্যাটাস দেন।

আসিফাসের দেওয়া স্ট্যাটাসটি ছিল এমন…

আড়াইটা পর্যন্ত অপেক্ষা করলাম,আর বউকে জিজ্ঞেস করলাম কার্ড পেয়েছে কিনা । আমার চেয়েও বেশী ভালো সম্পর্ক ছিলো তাদের। একটা ধারণা ছিলো ওরা এবার আমাকে দাওয়াতই দিবেনা, ইদানীং ধারনা গুলো মিলে যাচ্ছে । পীর ফকির গায়ে লেখা থাকেনা।

আস্তে আস্তে আমার দাওয়াত প্রাপ্তির জায়গা গুলো কমে আসছে। আমি মোটেও আশাহত কিংবা বিব্রত নই। আমার ভালো লাগে বড়দের সঙ্গে মাস্তানী করতে। ঝুঁকি ব্যাপক, কিন্তু নিজের ভালো লাগাটাও আমার কাছে জরুরী ।

আমাকে যতটা সম্ভব এড়িয়ে চলার প্রবণতা মিডিয়া এবং ইন্ডাষ্ট্রীতে শুরু থেকেই লক্ষ্য করেছি। আমি মুখে প্লাষ্টিক হাসি ধরে রাখতে পারিনা। বুঝে না খাটলে সম্মুখ সমরেও আপত্তি নেই । গোপন সমঝোতা রক্তে নেই। কিন্তু বউয়ের খুব মন খারাপ, বেচারী আমার কারনে কার্ড পেলোনা, অন্য সময় ওর নামেই কার্ড আসতো, সঙ্গে কঠিন অনুরোধ । ভাইতো যাবেই , ভাবীকেও সঙ্গে যেতেই হবে।

11150515_1715870798639773_6412288996842114446_n

আমার খুব হাসি পাচ্ছে গত তিন দিন। জনাব মতিউর রহমান (মতি ভাই ) আপনি, আপনার অফিসের নন রিচার্জেবল পুরনো ব্যাটারী গুলো এবং প্রথম আলো দিন দিন বোকা হয়ে যাচ্ছে। আসিফ মুক্ত মেরিল প্রথম আলো এ্যাওয়ার্ড ২০১৪ সফল হউক।



মন্তব্য চালু নেই