মনে আছে এই অভিনেত্রীকে? জানেন এখন কেমন দেখতে হয়েছেন?

একসময়ে বলিউডে আগুন ঝরিয়েছিল তাঁর উষ্ণতা। একের পর এক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আজ কেমন দেখতে হয়েছে তাঁকে?

মডেল হিসেবে প্রথম নজর কেড়়েছিলেন ঊর্বশী শর্মা। এর পরে মিকা সিংহের মিউজিক অ্যালবাম ‘‘সামথিং সামথিং’’ বা আতিফ আসলামের ‘‘দুরি’’-তে সকলের চোখে পড়েন। তবে বলিউডে উষ্ণতা ছড়ান ‘‘নকাব’’ ছবিতে। এর পরে ‘‘খাট্টা মিঠা’’-র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বোনের ভূমিকায়।

কেরিয়ারগ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই রুপোলি পর্দা থেকে সরে যান তিনি। ব্যবসায়ী সচিন যোশীকে বিয়ে করেন। হয়ে যান পুরোপুরি সংসারী। মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এবার কামব্যাক করছেন। আসছেন ছোটপর্দায়। ‘‘আম্মা’’ বলে একটি নতুন শো-তে দেখা যাবে তাঁকে। নীচে দেখুন, কামব্যাকের সময়ে একদা তন্বী ঊর্বশী আজ কেমন দেখতে।

image (2)



মন্তব্য চালু নেই