মনের মতো গল্প আর চরিত্র পাই না: পপি

কী নেই চিত্রনায়িকা পপির মধ্যে। একজন নায়িকার মধ্যে যে ফিটনেস ও সৌন্দর্য প্রয়োজন তার সবই এখনও বিদ্যমান এ নায়িকার মাঝে। তাই ভক্তরা এখনও পপিকে সিনেমায় নিয়মিত দেখতে আগ্রহী। টিভি পর্দায় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে হাজির হলে দর্শকরা পপিকে বারবার সিনেমায় নিয়মিত হওয়ারই আবেদন করেন। কিন্তু নিয়মিত হচ্ছেন না পপি। কারণ কী?

জানতে চাইলে পপি বলেন, ‘আমি চাই নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে; তবে মনের মতো গল্প আর চরিত্র পাই না। ফলে ছবির অফার এলেও ফিরিয়ে দিতে হয়।’

কেমন ছবিতে কাজ করতে চান জানতে চাইলে পপি বলেন, ‘প্রথমত ছবিটি হবে গল্পপ্রধান। তারপর ছবিতে আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে। একই সঙ্গে ভালো পরিচালক ও ভালো বাজেট থাকতে হবে।’

তাই ভালো গল্প আর বাজেটে মিলে গেলে চলচ্চিত্রে নিয়মিতই অভিনয় করবেন। জানালেন এমনটিই। তবে রূপালী পর্দার বাইরে ভালোই সরব এ নায়িকা। ছোট পর্দার নানান বিনোদনমূলক টক-শোতে প্রায়ই দেখা যায় তাকে। তাছাড়া নাটক-বিজ্ঞাপনেও পপির উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সিনেমায় যে একেবারেই নেই তা কিন্তু নয়।

কিছুদিন আগে তার অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’ সিনেমাটি রিলিজ পায়। যদিও ছবিটির শুটিং করা ছিল অনেক আগেই। এছাড়াও বর্তমানে ‘সোনা বন্ধু’ সিনেমাটি শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। ছবিটি পপি তার চরিত্রের প্রায় আশিভাগ শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন।-যুগান্তর



মন্তব্য চালু নেই