মনির খান এর নতুন এ্যালবাম “তুই যে লীলাবতী”

বাঙ্গালীদের প্রাণের কন্ঠশিল্পী মনির খান। সঙ্গীত জীবন শুরু করেন মিল্টন খন্দকারের কথা ও সুরে “তোমার কোন দোষ নেই” একক এ্যালবাম দিয়ে। বাজারে অসংখ্য এ্যালবাম আর প্রতিটি এ্যালবামের গানই বেশ শ্রোতাপ্রিয়।

সর্বশেষ ২০১২ সালে এ্যালবাম বের হওয়ার পর নতুন কোন এ্যালবাম এখন পর্যন্ত বাজারে আসেনি। তাই বলে থেমে নেই মনির খান এর জনপ্রিয়তা। শ্রোতাদের অনুরোধে এ্যালবাম করতে চাইলেও তা বিভিন্ন কারনে করা হয়নি।

নতুন একটি এ্যালবাম বের হওয়ার কথাও দীর্ঘ দিন যাবত বিভিন্ন অনলাইন নিউজ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অপেক্ষার দিন শেষ করে পাওয়া গেল সঠিক খবর।

মিল্টন খন্দকারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে সবকিছু ঠিক-ঠাক থাকলে এবারের ঈদে মনির খান এর নতুন এ্যালবাম মুক্তি পাবে “তুই যে লীলাবতী”।

Milton Khandokar.jpg



মন্তব্য চালু নেই