মধ্যবর্তী নির্বাচন ঘোষণায় অবরোধ প্রত্যাহার হতে পারে : হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার হতে পারে।
শুক্রবার বিকালে বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাফিজ বলেন, বিষয়টি আওয়ামী লীগ ও বিএনপির লিয়াজোঁ কমিটির মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
তিনি বলেন, সরকার পদত্যাগ করলে নির্বাচনসহ সব বিষয়েই আলোচনা হতে পারে।
বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়ার কারযালয়ের সামনে টেবিল চেয়ার নিয়ে গোয়েন্দা বিভাগের লোকজনকে বসানো হয়েছে। আমরা সরকারের কাছে জানতে চাই, বিএনপি নেত্রী গৃহবন্দী কি না।
পেট্রলবোমা হামলার বিষয়ে হাফিজ বলেন, এ ধরনের সহিংসতার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। সরকারি এজেন্টরা এসব করছে বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য চালু নেই