মধু আসল নাকি নকল বুঝবেন কিভাবে

মধু কিনে নেয়ার পরে অনেক সময় আমরা নকলের ফাঁদে পরে যাই। আসল নাকি নকল তা বুঝা বড় কঠিন কাজ। তবে আসল ও নকলের পার্থক্য জানা থাকলে মধু চিনে আনতে অসুবিধা হয় না।

তাই আসুন, আসল ও নকল মধুর বৈশিষ্ট্য জেনে নেয়া যাক-

*নকল মধু চেনার উপায়-

১. এতে হালকা টক গন্ধ পাওয়া যায় নতুবা কোন ঘ্রাণ থাকে না।
২. এগুলো অনেক পাতলা হয়
৩. স্তরগুলো আলাদা আলাদা থাকে

*আসল মধু চেনার উপায়-
১. আসল মধু সবসময় পুরু হয়
২. স্তরগুলো আলাদা আলাদা থাকে
৩. মিশ্রণ নরম হয় না
৪. স্বাভাবিক মধুর সুবাস পাওয়া যায়
এরপর থেকে মধু কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখুন।



মন্তব্য চালু নেই