মধুখালী পৌর নির্বাচন নিয়ে বিএনপি মেয়র প্রার্থী ও আ.লীগ নেতার বাড়ীতে হামলা
ফরিদপুরের মধুখালীতে বিএনপি পৌরমেয়র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজের বাড়ীতে হামলা করা হয়েছে। এসময় দূবৃত্তরা বাড়ীতে থাকা বিএনপির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফরের উপর হামলার চেষ্টা চালায়। হামলার সময় তিনি পাশের বাড়ীতে চলে যাওয়ায় হামলাকারীদের কবল থেকে রক্ষা পান।
ফরিদপুরের নবগঠিত মধুখালী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বিএনপি সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজের বাড়ীতে হামলা ভাংচুরের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা এবং মেয়র প্রার্থী সতেজ জানান, রাত দুইটার দিকে ৩০/৪০ জনের সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়ীতে হামলা চালায়। এসময় তারা কয়েকটি বাড়ী ভাংচুর করে। একই সময় হামলা চালানো হয় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা কৃষকলীগ নেতা কবিরুল আলম মাও এর বাড়ীতে।
এ ঘটনায় গোটা মধুখালী পৌর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, হামলার ঘটনার পর পরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তবে কে বা কারা এ হামলার সাথে জড়িত তা তিনি জানাতে পারেননি।
মন্তব্য চালু নেই