মদ পানে বিষক্রিয়ায় তিন সাম্পান মাঝির মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা পার্কি সৈকত থেকে বিদেশি মদ পানের দুই দিনের মধ্যে বিষক্রিয়ায় কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার তিন সাম্পান মাঝির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ও রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। যদিও তারা একই সাথে পারকি সৈকত থেকে মদ পান করেছিলেন গত মঙ্গলবার।

নিহতরা হলেন-কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার বদিউল আলম (৪৫), আবু তৈয়ব (২৮) ও আব্দুস সাত্তার (২৭)। তিনজনই স্থানীয় সাম্পানের মাঝি।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকায় “ভটকা” নামে বিদেশি মদ পান করেন চর পাথরঘাটার তিনজন সাম্পান মাঝি। মদ পানের পর তারা গত পরশু রাতেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে একজন, আর রাতে দু’জন মারা যান। প্রাথমিকভাবে চিকিৎসকরা মদে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এরপরও আমরা তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



মন্তব্য চালু নেই