মদ খেয়ে গরু ধর্ষণ: দেখে ফেলল তিন মহিলা, অত:পর গরুটি পুলিশ হেফাজতে

কয়েকদিন আগেই গোয়াল থেকে পালিয়েছিল সে৷ কিন্তু মুক্তির আনন্দ বদলে গেল বিষাদে৷ এক মদ্যপ প্রৌঢ়র হাতে ধর্ষিত হল এক অবলা গরু।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রাবণ ব্যাস নামে ওই প্রৌঢ়কে৷ আর এমন লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ভারতের ভোপালে।

অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় একটি গরুটিকে ধর্ষণ করে বছর পঞ্চাশের ওই বৃদ্ধ৷ স্থানীয় তিন মহিলা ওই বৃদ্ধকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে৷

সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয় এক ব্যক্তিকে জানান৷ তিনি পুলিশে খবর দেন৷ এর পরই শ্রাবণকে গ্রেফতার করা হয়৷তার বিরুদ্ধে ৩৭৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷

এদিকে গরু ধর্ষণের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ৷ অভিযুক্তের বিরুদ্ধে ১৯৬০ সালের পশু নিগ্রহ আইনে মামলার করার দাবি জানায় তারা৷ যদিও পুলিশ অফিসার পঙ্কজ ত্যাগি জানান, এই আইনে মামলা রুজু করা সম্ভব নয়৷ কারণ এর জন্য যে সকল প্রমাণ দরকার তা মেলেনি৷

প্রসঙ্গত, গত ১৯ মার্চ গোয়াল থেকে পালিয়ে গিয়েছিল গরুটি৷ মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করে শ্রাবণ৷ আপাতত গরুটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে৷



মন্তব্য চালু নেই