মদের নেশায় বেহুঁশ হয়ে পড়ল ছাগলের দল

গত কয়েকদিন আগে বেআইনি মদের ভাটি ভাঙতে গিয়েছিল পুলিশ। সেই সময় মদের বোতলও ভেঙে ফেলে পুলিশ। তাই মদ গড়িয়ে পরেছিল খামারে। সেই মদ খেয়েই কিনা বেহুঁশ হয়ে পড়ল ছাগলের দল ! এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের আমদাবাদের মেহসানা জেলার খেরালু শহরে।

স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর এসএইচ বাওয়া জানিয়েছেন, ওই ছাগলদের মালিক রমেশ পাটনি তাদের বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বাওয়া জানিয়েছেন, ওই মদের ভাটিটি ভাঙার সময় খেলারু থানার পুলিশ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সহ বেশকিছু উচ্চ পদস্থ আধিকারিকও হাজির ছিলেন।

তিনি জানিয়েছেন, মদের বোতলগুলি রোড রোলার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ই মদ খামারে গড়িয়ে পড়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

পাটনি বলেছেন, ভালো স্বাদ পেয়ে মদ খেয়ে নেয় ওই ছাগলের দল। এরপরই তিনি বুঝতে পারেন মদের নেশায় বুঁদ হয়ে পরেছে তাঁর ছাগলগুলি।
তিনি জানিয়েছেন, প্রায় ১২-১৪ ঘন্টা পরে জ্ঞান ফিরে আসে ওই ছাগলদের। সুরার নেশা কাটাতে তাদের মাখন-দুধও খাইয়েছেন বলে জানিয়েছেন পাটনি।

এই গোটা বিষয়ের জন্য খেলারুর রিজিওনাল অফিসার এনএস গাধভি পুলিশের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন।



মন্তব্য চালু নেই