মতিয়া চৌধুরীকে হুইপ আতিকের হুশিয়ারি
শেরপুরে আর মতিয়া চৌধুরীর শাসন চলতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
সোমবার (৯ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইউপি নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই হুঁশিয়ারি উচ্চারণ করে।
সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই সভায় হুইপ আতিউর রহমান আতিক বলেন, ‘শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। অন্যত্থায় দলের নেতা-কর্মীরা রাজপথে নামবে। হরতাল অবরোধের ডাক দেবে। আর মতিয়া চৌধুরীর চামচা বনে গিয়ে যারা নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের ত্যাগী-নিরীহ নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে তারা আওয়ামী লীগে সদস্য থাকার অধিকার হারিয়েছে।’
মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন- একথা দাবি করে আতিক বলেন, তিনি ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকার প্রার্থীদের পরাভূত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন। ওই ষড়যন্ত্রে শেরপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নৌকার ৪ জন প্রার্থীকে পরাভূত করা সম্ভব হলেও সর্বশেষ তা ভেস্তে গেছে। প্রশাসন নিরপেক্ষ অবস্থানে ফেরায় চতুর্থ দফায় অনুষ্ঠিত ৭ ইউপির মধ্যে ৬টিতেই বিজয় সম্ভব হয়েছে।’
হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, ‘সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার একটি হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘণের অভিযোগের নামে অপপ্রচার ও ধূম্রাজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু পানি কাটলে যেমন ভাগ হয় না, তেমনি শেরপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে তারা বিচ্ছিন্ন করতে পারেনি। আমার অনুপস্থিতিতেও এলাকার মানুষ নৌকাকেই ভোট দিয়েছে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাতশালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মন্তব্য চালু নেই