মতিনকে ফের পাঁচ দিনের রিমান্ড তাবেলা হত্যা মামলায় !

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিহাদ হোসেন আজ শুক্রবার আসামিকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এম এ মতিন এ মামলায় আট দিনের রিমান্ডে ছিলেন। সেই রিমান্ড শেষ হওয়ার পরপরই তাকে আবার রিমান্ডে নেওয়া হলো।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের মাথায় তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামে একটি প্রতিষ্ঠানের প্রুপ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় গত ২৬ অক্টোবর পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আর ৪ নভেম্বর রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের বেনাপোল থেকে মতিনকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ জানায়।

পুলিশের দাবি, ইতালির নাগরিক হত্যা মামলার এক আসামির দেওয়া জবানবন্দিতে নাম এসেছে মামলার অন্যতম আসামি বিএনপি নেতা ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের।



মন্তব্য চালু নেই