মতিঝিলের ফুটপাত ছাড়লেন কাদের সিদ্দিকী

৬৪ দিন পর বুধবার রাতে রাজধানী মতিঝিলের ফুটপাত ছাড়লেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করবেন তিনি।

রাজধানী মতিঝিলের ফুটপাতে দলীয় কার্যালয়ের সামনে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। এরপর সারা দেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফুটপাতে অবস্থান করছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি। এর মানে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে না। আমরা আমাদের শান্তির বার্তা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব।’



মন্তব্য চালু নেই