মণীষাকে দেখে আবেগে ভাসলেন শাহরুখ
২০১২-তে গর্ভাশয়ে ক্যানসার ধরা পড়ে মণীষা কৈরালার। এরপর চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বেশ কিছুদিন আগে ভারতে ফিরেছেন এ অভিনেত্রী। দেশে ফেরার পর সম্প্রতি এক পার্টিতে দেখা হয় বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে। এদিকে দীর্ঘদিন পর পুরনো সহকর্মীকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিং খান।
বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির দেওয়া এক পার্টিতে শাহরুখ ও মণীষার দেখা হয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি উপলক্ষে এ পার্টির আয়োজন করেছিলেন বানসালি। অনেক দিন পর পুরনো বন্ধুকে দেখে আবেগে তাকে জড়িয়ে ধরেন শাহরুখ। বানসালির পার্টিতে দুজনকেই বেশ খুশি দেখা গিয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
শাহরুখের সঙ্গে দিল সে, গুড্ডে এবং অচানক সিনেমাতে অভিনয় করেছেন মণীষা। মণিরত্নম পরিচালিত দিল সে সিনেমায় অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এ সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হয়েছিলেন এ অভিনেত্রী।
১৯৮৯-এ বলিউডে আত্মপ্রকাশ মণীষার।১৯৯৬-এ বানসালির খামোশি সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন তিনি।
শাহরুখ ও মণীষা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া,শ্রুতি হাসান,শ্রদ্ধা কাপুর এবং প্রসূণ যোশীর মতো তারকারা পার্টিতে ছিলেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই