মডেলের উপর ভূতের আছর (দেখুন ভিডিওসহ)

লাইভ টেলিভিশন অনুষ্ঠানে অনেক ঘটনাই দেখে থাকেন দর্শক। কখনো লাইভ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে হাতাহাতির ঘটনাও দেখা যায়। কিন্তু এবার লাইভ অনুষ্ঠানে এক মডেলের উপর ভূত ভর করতে দেখা গেছে। অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে থাই মডেল থিপাওয়ানের জীবনে।

এই অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। থিপাওয়ান প্রায়ই ভৌতিক এলাকা ঘুরেন। এ প্রসঙ্গে অনুষ্ঠান সঞ্চালক কথা বলা শুরু করার পরই সোফায় বসে থাকা থিপাওয়ান কণ্ঠস্বর পরিবর্তন করে নানা স্বরে নানা ভঙ্গিমা করতে থাকেন।

ভৌতিক বিষয় নিয়ে ১৩ মিনিট ব্যাপ্তীর এই সাক্ষাৎকারে থিপাওয়ান বলেন, ‘আমার মধ্যে প্রেতাত্মা ভর করেছে।’ উপস্থাপককে প্রশ্ন করেন, ‘তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছ? আমার সাথে লাগতে এসো না।’ উপস্থাপক জিজ্ঞেস করেন, ‘আমার কাছে তুমি কী চাও?’ তখন তিনি বলেন, ‘আমি ক্ষুধার্থ, আমি তাকে খেতে চাই, তার শরীর সুন্দর। আমি এটা খেতে চাই। আমি রক্ত চাই।’

এরপর গুঙ্গানোর শব্দ আরো বাড়তে থাকলে উপস্থাপক তার শরীরে একটি কবচ ছুঁয়াতে গেলে এই মডেল আরো চিৎকার করতে থাকে। এক পর্যায়ে থিপাওয়ানের গলায় কবচটি স্পর্শ করলে নিস্তেজ হয়ে যায় সে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই