মঠবাড়িয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরমেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো অন্তত ১০ জন। নিহতের নাম ইলিয়াস হোসেন লিটন পন্ডিত (৩৫)। তিনি স্বেচ্ছাসেবকলীগের কর্মী ও পৌর মেয়রের সমর্থক বলে জানা গেছে।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় কালি মন্দিরের সামনে এ ঘটনা ঘটেছে। পৌরমেয়র রফিউদ্দিন ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দু’জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা।
জানা যায়, পুরানো বিরোধের জের ধরে দুই নেতার সমর্থকদের মধ্যে কেন্দ্রীয় কালি মন্দিরের সামনে বিকেল এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলি শুরু করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইলিয়াস নিহত হন। সেখানে থাকা প্রায় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নিহত ইলিয়াসকে নিজের সমর্থক বলে দাবি করেছেন পৌরমেয়র। উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থকরা তার বাড়িতে হামলা চালায় বলেও দাবি করেন তিনি।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে শেষ খবর পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান একজন নিহত হবার বিষয় নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই