মঞ্চে শচিন-শ্রীনিবাসন, ছিলেন না কামাল

আগেই জানা গিয়েছিল নিয়ম ভাঙতে যাচ্ছে আইসিসি। বিজয়ী দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেবেন প্রেসিডেন্টের পরিবর্তে নতুন তৈরী করা চেয়ারম্যান। সে হিসেবে প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালের পরিবর্তে বিজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কেল হাতে শিরোপা তুলে দিলেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারেরমত বিশ্বকাপ শিরোপা জিতে গেলো অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের পরই তৈরী করা হয় বিজয় মঞ্চ। যেখানে দাঁড়াবেন অতিথিরা। বিতরণ করা হবে পুরস্কার। একে একে অতিথিরা এসে দাঁড়ালেন। সবার মধ্যমনি এন শ্রীনিবাসন।

অথচ আইসিসির প্রেসিডেন্ট হিসেবে গ্যালারিতেই উপস্থিত ছিলেন আ হ ম মোস্তফা কামাল। বিজয় মঞ্চে তিনি এলেনই না। সম্মান বলুন আর সৌজন্যতা বলুন, আইসিসি প্রেসিডেন্টের প্রতি সেটাও প্রদর্শণ করা হলো না। এন শ্রীনিবাসনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনসহ বিভিন্ন স্তরের কয়েকজন কর্মকর্তা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচিন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়া



মন্তব্য চালু নেই