মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খালেদার ফ্লাইট
আগামী মঙ্গলবার রাতে এমিরেট এয়ারলাইন্সের একটি বিমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।
প্রেস উইং সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, যুক্তরাজ্য সফর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন রাত ৮টার দিকে তার গুলশানের বাসা থেকে বের হবেন।
অপর প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে তার একান্ত সচিব আব্দুস সাত্তার এবং গৃহকর্মী ফাতেমা যাবেন।
বেশকিছুদিন আগে থেকেই খালেদা জিয়ার লন্ডন সফরের কথা শোনা গেলেও রোববার রাতে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ খবর জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ঈদের আগে খালেদা জিয়ার দেশের ফেরার সম্ভাবনা নেই।’
মন্তব্য চালু নেই