মঙ্গলজ্ঞান নেই কারিনার
২৪ সেপ্টেম্বর ভারতের মহাকাশযান মঙ্গলযান সফলভাবে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছে। এটা গোটা বিশ্বের সচেতন মানুষই জানেন। কিন্তু খোদ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এ খবর জানেন না।
এ কথা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও কথা সত্য। তাকে এক অনুষ্ঠানে এ বিষয়ে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলো সম্প্রতি। কিন্তু এতে তিনি বিব্রত হন। কারণ কোন উত্তর তার কাছে ছিলো না। তিনি ঐ সাংবাদিকদের শুধু বলেন, ‘বিষয়টি বৈজ্ঞানিক’। এছাড়া এ বিষয়ে আর কিছুই বলেননি তিনি।
ফলে সাংবাদিকরা মনে করছেন ভারতের মঙ্গলযাত্রা বিষয়ে আসলে কিছুই জানেন না এ অভিনেত্রী। তার মঙ্গলজ্ঞান নেই।
মন্তব্য চালু নেই