মক্কা ট্র্যাজেডিতে সুস্থ আছেন তাহসান

সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদ আল হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শতাধিক। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছেন।

এদিকে হজ পালন করতে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে। মক্কা ট্রাজেডির পর তাহসান ভক্তদের মনে তাই আশঙ্কা জাগতেই পারে। তাদের জন্য সুখবর হল ভালো আছেন তাহসান। ট্রাজেডির সময় তিনি মদিনায় অবস্থান করছিলেন।

মক্কা ট্রাজেডির পরপরই তাহসানের সঙ্গে যোগাযোগ করেন কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক জুয়েল মরশেদ। তিনি প্রিয়.কমকে বলেন, ‘তাহসান ভালো আছেন। আমার সঙ্গে তার কথা হয়েছে। ট্রাজেডির পরপরই আমি তার সঙ্গে যোগাযোগ করি। ট্রাজেডির সময় তিনি মদিনা অবস্থান করছিলেন।’

হজ পালন শেষে আগামী মাসের প্রথম দিকে দেশে ফিরবেন তাহসান।



মন্তব্য চালু নেই