‘ভয়-ডরহীন’ ক্রিকেট খেলব: সাকিব
ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপের সুখস্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ধোনিদের বিপক্ষে ভয়-ডরহীন ক্রিকেট খেলবে বলে জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে বিশ্বকাপ থেকে বিদায় করতে লাল সবুজের জার্সিধারীরা বদ্ধপরিকর বলেও জানান তিনি।
২০০৭ বিশ্বকাপে ভারতকে পরাজিত করা বাংলাদেশ দলে সাকিব আল হাসানও ছিলেন। ব্যাট হাতে ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়ে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন তিনি। এরপর ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৩১ বলে ৪৯ রানের ‘ঝড়ো’ ইনিংস খেলে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেন। অথচ ওই ম্যাচটি ছিল শচিন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির।
তবে বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানো বাংলাদেশের জন্য খুব সহজ হবে না। গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশের পক্ষে বাজির দর কম হলেও কোয়ার্টার ফাইনালে টাইগাররা ভারতকে হারাতে পারবে বলে আশাবাদী সাকিব।
মঙ্গলবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আট বছর আগে আমরা ভয়-ডরহীন ক্রিকেট খেলে বিশ্বকাপে ভারতকে হারিয়েছি। এবারও কোয়ার্টার ফাইনালে তাদের বিপক্ষে আমরা ‘নির্ভীক’ ক্রিকেট খেলবো। আমি মনে করি, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে পারফর্ম করেছি, সে ধারাবাহিকতা ভারতের বিপক্ষে অব্যাহত রাখতে পারলে অবশ্যই তাদের হারাতে পারবো।’
বিশ্বকাপে ভারতকে হারানো কঠিন হলেও অসম্ভব নয় বলে জানান দেশসেরা এই ক্রিকেটার। তিনি বলেন, ‘এটা নির্ভর করে মাঠে আমরা কী করতে পারবো সেটির ওপর। শুরুটা ভালো করতে হবে আমাদের এবং পুরো ম্যাচজুড়ে যদি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি তবে যে কোনো কিছুই সম্ভব।’
ভারতের সঙ্গে ২৮টি ওয়ানডে খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ধোনি, কোহলি ও ধাওয়ানদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতিতে ভারত যে শক্তিশালী দল সেটি অকপটে স্বীকার করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘ভারত শক্তিশালী দল তাতে কোনো সন্দেহ নেই। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্বমানের কিছু ক্রিকেটার রয়েছে তাদের দলে। তবে আমরাও এবারের বিশ্বকাপে ভালো খেলছি। তাদেরকে হারানোর মতো আত্মবিশ্বাস আমাদের রয়েছে।’
বাংলাদেশের তুলনায় ভারত অনেক শক্তিশালী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সাকিবের। তবে বাংলাদেশের একটি ভালো দিনে যে কোনো কিছুই ঘটতে পারে বলে জানান তিনি।
সাকিব বলেন, ‘কাগজে-কলমে অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তবে এটি এক ম্যাচের খেলা। আমাদের দিনটি যদি ভালো হয় আর তাদের দিনটি মন্দ হয় তবে কী ঘটবে সেটি বলা যায় না।’
মন্তব্য চালু নেই