ভয়ানক বজ্রপাতের অপরুপ সৌন্দর্য দেখুন ছবিতে

প্রায় সপ্তাহব্যাপী অনেক গরম আবহাওয়া চলার পর গতরাতে প্রশান্তির বৃষ্টির দেখা মিলেছে নগরবাসীর। বাংলাদেশের মানুষ যেমন গত কয়েকদিনে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে, তেমনি আরামের বৃষ্টি এখন স্বস্তি বয়ে এনেছে।

যুক্তরাজ্যেও গত এক সপ্তাহ ধরে ২৫ ডিগ্রির উপর আবহাওয়া রয়েছে। সেখানে গরমে সকলের খারাপ অবস্থা। গতরাতে যুক্তরাজ্যেও বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে যে বজ্রপাতের সৃষ্টি হয়েছে, সকলেই তার ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন। সে সকল আকর্ষণীয় ছবি আপনাদের জন্য এখানে দেয়া হল।

1510687_676617919105095_3424668246302777891_n 10953277_676617839105103_5141511654522316819_n 11209492_676617805771773_7743633704105119674_n 11539592_676617792438441_2159643251486969521_n 11542107_676617789105108_5593749096974483857_n 11666167_676617842438436_8429039479651846429_n 11692662_676617812438439_2203321192376745121_n 11695859_676617929105094_1798184986183127089_n 11701191_676617899105097_5056299879905996398_n

–সূত্র: মেট্রো।



মন্তব্য চালু নেই