ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ভারতের এই বিখ্যাত ক্রিকেটার
ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারত। বড়সড় বিপদের কবলেও পড়তে পারতেন। ঈশ্বর সহায় বলে এ যাত্রায় বেঁচে যান ভারতের বিখ্যাত এই ক্রিকেটার এবং তাঁর স্ত্রী। এই মুহূর্তে তিনি ছুটি কাটাচ্ছেন। ভারত-ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাঁকে। তার পিছনে অবশ্য কারণ রয়েছে।
সামনেই অস্ট্রেলিয়া ভারত সফরে আসছে। আর সেই সিরিজের জন্যই এই ক্রিকেটারকে সতেজ রাখাই উদ্দেশ্য
নির্বাচকদের। পরের সিরিজে যেন এই ক্রিকেটার নিজের সেরাটা দিতে পারেন, এটাই চাইছেন সবাই। আর তিনি, রবীন্দ্র জাদেজা নিজের রাজ্য গুজরাতের জামনগরে এক পথ দুর্ঘটনার কবলে পড়লেন গতকাল রাতে। জাদেজা ও তাঁর স্ত্রী রীভা সোলাঙ্কি অডি গাড়িতে ছিলেন। এমন সময়ে তাঁদের গাড়ির সামনে এসে পড়ে আর একটি গাড়ি। সেই গাড়িটি সটান এসে জাদেজার গাড়িতে ধাক্কা মারে।
জাদেজা ও রীভার বিশেষ চোট লাগেনি। তবে তাঁদের দামি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ভযঙ্কর কিছু হতেই পারত। ভাগ্য ভাল বলে রীভা ও জাদেজার বিশেষ চোট লাগেনি। উল্টোদিক থেকে যে গাড়িটি এসে জাদেজার অডি গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িতে ছিলেন এক মহিলা। তাঁর সামান্য আঘাত লাগে। জাদেজা ও তাঁর স্ত্রী রীভা সেই মহিলাকে নিয়ে যান হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা হয়।-এবেলা
মন্তব্য চালু নেই