ভ্যালেন্টাইন্স ডে-তে পকেট বাঁচানোর কয়েকটি টিপস
১৪ ফেব্রুয়ারি এসেই গেল। গোতা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে থাকবেন কেন আপনিও? মনের মানুষটিকে কার্ড, ফুল, চকোলেট-সহ অন্যান্য উপহার প্রায়শই দিয়ে থাকেন সবাই। কিন্তু পকেট গড়ের মাঠ হলে? এমন কী দেওয়া যায় মনের মানুষটিকে যাতে পকেট ও প্রেম-দুই বাঁচে? টোটকা দিলাম আমরা-
সিনেমা: প্রেমিক-প্রেমিকাকে নিয়ে যান একবেলা সিনেমা দেখে আসুন। বাংলা-হিন্দি- ইংরেজি থ্রিডি, আপনার মনের মানুষটি ঠিক যেরকমটি ভালোবাসেন। দিতে পারেন সিডিও।
এসি বাস সফর: বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডকে কে নিয়ে চেপে বসুন এসি বাসে। ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘূড়ে আসুন, বেশি খরচ হবে না কথা দিচ্ছি, কিন্তু মনখোলা গল্প করতে পারবেন আরামদায়ক পরিবেশে। ট্রাই করে দেখুন না।
হেরিটেজ দর্শন: একবেলার জন্য ঘুরে আসুন কাছাকাছি কোনও হেরিটেজ স্থানে।
পানিপুরি-ফুচকা: মনের মানুষটির সঙ্গে ফুচকা খেয়ে দেখুন। মন ভালো হয়ে যাবে দুজনেরই।
মন্তব্য চালু নেই