ভ্যালেন্টাইন্স ডে কার সঙ্গে কাটালেন সলমন?

বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে এর আগেও বহুবার চর্চিত হয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। এবারের ভ্যালেন্টাইনস্ ডে-তেও যে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর একা কাটাননি, এ তো বলাইবাহুল্য।

 

২০১৫-র ভ্যালেন্টাইনস ডে-র সেলিব্রেশন এবার একটু অন্যভাবে পালন করনেন সল্লুভাই। কোনও নামকরা মডেল বা অভিনেত্রী নয়, নিজের এক মহিলা অনুরাগীর সঙ্গে ভ্যালেন্টাইনস্ ডে সেলিব্রেট করেছেন তিনি।

 

সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে ওই সুন্দরী মহিলা সলমনের গালে চুমু খাচ্ছেন। শুধু কী তাই! সলমনও কম যান না, তাঁর হাতেও রয়েছে একটি লাল গোলাপ। সেই ফুল যে তিনি কাকে দেবেন তা নিশ্চয়ই আর খোলসা করে বলে দিতে হবে না। জানা গিয়েছে ওই তরুণী সলমনের খুব বড় ভক্ত। ছবিতেই বোঝা যাচ্ছে এবারের ভ্যানেন্টাইনস্ ডে খুব এনজয় করছেন ‘মি. দাবাং’।

বজরঙ্গী ভাইজান অনুষ্ঠানের সৌজন্যে ওই মহিলা সলমনের সঙ্গে ভ্যালেন্টাইনস্ ডে উদযাপনের সুযোগ পেয়েছিলেন।



মন্তব্য চালু নেই