ভ্যালেন্টাইনে হিরো আলমের তিন চমক
সামাজিক মাধ্যমে মিডিয়াতে এরিই মধ্যে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম তার ভক্তদের জন্য ভ্যালেন্টাইন গিফট হিসেবে আজ মুক্তি দিচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও একটি মিউজিক ভিডিও, স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র গুলো হল “পাগল প্রেমিক” এবং “এলাকার বড়ভাই”,আর অভিনেতা কন্ঠ শিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া ফু দিলে বেলুন ফুলে গানের মিউজিক ভিডিও এটি প্রযোজনা প্রতিষ্ঠান “সি এম ভির” ব্যানারে মুক্তি পাচ্ছে।
আর আশরাফুল আলমের রচনা ও পরিচালনায় ম্যাক্স ভিডিও নিবেদিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পাগম প্রেমিক”
এতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন নিপা,পরাণ, বিশাল,।”পাগল প্রেমিক” সম্পর্কে হিরো আলম রেডিও বগুড়া ডটকম কে বলেন আমরা “পাগল প্রেমিকে দেখাইছি একটা ছেলে মেয়ের ভালবাসা কতটুকু হইতে পারে তাদের মধ্যে ঘৃণাটাও কত হইতে পারে।
আশা করছি দর্শকরা ভাল কিছু পেতে যাচ্ছে। এ নাটকে সার্বিক সহযোগীতায় ছিলেন মশিকুল।
তিনি আরো বলেন জয়ের পরিচালনায় ও প্রযোজনায় “এলাকার বড় ভাই মুক্তি পাচ্ছে আজ ইউটিউবে।
মন্তব্য চালু নেই