ভ্যাট দিতেই হচ্ছে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের

ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ভ্যাট না দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। এ আদেশের ফলে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ভ্যাট না দিতে হাইকোর্টের দেয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

এ বিষয়ে দায়ের করা এক অোবেদনের শুনানি করে গত ১৭ সেপ্টেম্বর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট আরোপ স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ভ্যাট আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুলও জারি করেন আদালত। অর্থ বিভাগের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।

ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ুয়া দু’জন শিক্ষার্থীর অভিভাবক এ রিট আবেদনটি করেছিলেন।



মন্তব্য চালু নেই