ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৬ কিলোমিটার মরণ ফাঁদ
কামরুজ্জমান শাহীন : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরী বাজার থেকে লালমোহন উপজেলা সদর পর্যন্ত বেহাল দশা। প্রতিদিনই ঘটছে এখানে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এ অংশ পার হওয়ার সময় প্রায় দিনই ট্রাক-কাভার্ডভ্যান বিকল হয়ে রাস্তার পাশেই পড়ে থাকে। যে কারণে গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের এ অংশটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ৬ কিলোমিটার সড়ক পুনরায় নির্মাণের প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় তা ফেরত দিয়ে বরিশাল বিভাগীয় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়ায় এ ঝুঁকিপূর্ণ সড়ক পুনরায় নির্মাণ দীর্ঘসূত্রিতার মধ্যে আটকে গেছে।
ভোলা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৗশলী মো. নাজমুল ইসলাম জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরী বাজার থেকে লালমোহন উপজেলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক এখন খুবই নাজুক অবস্থায় আছে। এ ৬ কিলোমিটার সড়ক পুনরায় নির্মাণের প্রস্তাব ২০১৫ সালেই প্রধান প্রকৌশলীর মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় তা ফেরত দিয়ে ৭৩ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক বরিশাল বিভাগীয় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে। এখন এ প্রকল্প প্রণয়নের কাজ চলছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে (একনেকে) যাবে। সেখান থেকে অনুমোদনের পর এই সড়ক পুনরায় নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
মন্তব্য চালু নেই