ভোলা চরফ্যাশনে বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ৫০ জনকে আসামী মামলা দায়ের
ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে’র চরফ্যাশন অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ওয়েস্টার্ন জোন চরফ্যাশন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সবুজ রায় বাদী হয়ে অফিস ভাংচুর, সরকারি কাজে বাধাঁদান এবং কাগজপত্র তছনছ করে নষ্ট করার অভিযোগে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, প্রাকৃতিক দূর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহ না থাকায় গত ২৩ জুন সকাল প্রায় সাড়ে ১১ টায় অজ্ঞাতনামা ৪০/৫০ জনের একটি দল লাঠিসোডা নিয়ে ওয়েস্টার্ন জোন বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশ করে এবং ভাংচুর ও কাগজপত্র তছনছ করে নষ্ট করে ফেলে। পরে দুপুর ১টার সময় আসামীরা মাছবাজার সংলগ্ন ওয়েস্টার্ন জোন অভিযোগ কেন্দ্রে ভাংচুর করে।
এতে প্রতিষ্ঠানের প্রায়৩ লাখ ৯০ হাজার ’টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চরফ্যাশন থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
মন্তব্য চালু নেই