ভোলায় ২১ জেলের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে ভোলা সদর ও চরফ্যাশনে ২১ জেলের এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও কামাল হোসেন এ আদেশ দেন।
সূত্র জানায়, মৎস্য বিভাগের একটি দল চরফ্যাশনের তেতুলিয়া নদীর পাঙ্গাশিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ১০ জেলেক আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত আট জেলেকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে মৎস্য বিভাগের একটি দল ১১ জেলেকে আটক করে।
এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত হাজির করলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জাল মেঘনার তীরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।ইলিশের প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
মন্তব্য চালু নেই