ভোলায় ১০ লাখ টাকা মূল্যের বাগদা রেণু জব্দ, আটক-৫

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা থেকে পাচারকালে সাড়ে ৩ লাখ পিস বাগদা রেণু জব্দ করেছে মৎস্য বিভাগের একটি টিম।

এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (০৬ মে) রাত ১০টায় মেঘনার নন্দরপুর এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়।

জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা আটককৃতরা হলেন- মো. হারুন (৪০), কামরুল (৪৫), খোরশেদ (৫০), ইফসুফ আলী (৪০) ও জয়নাল আবেদিন (৩৭)। তাদের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকায়।

মৎস্য বিভাগ জানায়, মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ডের সমন্বয়ে একটি টিম মেঘনায় অভিযানে নামে।

এ সময় একটি ট্রলারযোগে পাচারকারীরা রেণু পাচার করছিলো।অভিযান দলকে দেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা জানান, রেণুগুলো মেহেন্দিগঞ্জ থেকে খুলনার নিয়ে যাওয়া হচ্ছিল। তবে রেণুর মালিক কে তা জানাতে পারেননি তারা।

এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, জব্দকৃত রেণু মেঘনায় অবমুক্ত করা হয়েছে।



মন্তব্য চালু নেই