ভোলায় শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয় রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত

বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় রক্ষার দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা শিশু ও অভিভাবক সংগঠন ফোরামের আয়োজনে শহরের নতুন বাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন পালিত হয়।

‘শিশুদের অধিকার কেড়ে নেবেন না’ সম্বলিত ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বয়সের শিশুসহ অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, নিত্য প্রশিক্ষক কাজী নাসিমা শিরিন তুলি, শিশু সংগঠক ও সাংবাদিক আদিল হোসেন তপু, ভাস্কর মজুমদার, মরিয়ম আকতার বাধঁন, ফাতেমা বেগম লাভলি, খাদিজা বেগম, মরিয়ম বিবি সনিয়া, নুসরাত জাহান অহনা, হুমায়রা হোসেন সারা, বর্ষা ও ইব্রাহীম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয় সরিয়ে না নিতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান।



মন্তব্য চালু নেই