ভোলায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলা শহরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা ডিবেটিং সোসাইটি এর আয়োজনে বুধবার দুপুরের কবি মোজাম্মেল হক টাউল হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আলতাজের রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান। প্রধান আলোচক হিসাবে কর্মশালা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডিবেট ক্লাব সভাপতি আল-মামুন রাসেল।

উপস্থিত ছিলেন, ভোলা ডিবেটিং সোসাইটির সভাপতি সভাপতি জুলফিকার নাঈম, সাধারন সম্পাদক মো: সোহাগ প্রমুখ।

শিক্ষার্থীদের বিতর্কের কলাকৌশল, রুপ ভঙ্গি এবং আঙ্গিক গঠন নিয়ে কর্মশালা শেষে ‘মোবাইল ব্যবহার করা উচিত’ এর পক্ষে-বিপক্ষে বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরন করা হয়।

অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালক উচ্চ বিদ্যালয়, এ রব স্কুল এন্ড কলেজ ও নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ১৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশা-জীবির মানুষ অংশগ্রহন করেন।



মন্তব্য চালু নেই