ভোলায় শশীভূষণে টেম্পু চাপায় বৃদ্ধ নিহত
ভোলার চরফ্যাশনের শশীভূষনে সড়ক দুর্ঘটনায় মো. আলতাফ হোসেন (৬০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১০ সেপ্টম্বর)সকাল ৭টার দিকে শশীভূষণ-আঞ্জুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলতাফ হোসেন চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে শশীভূষণ-আঞ্জুরহাট সড়কের কাঞ্চন হাওলাদার বাড়ির দরজায় সড়কের পাশে দাড়িয়ে কথা বলতে ছিল।
এ সময় শশীভূষণ থেকে আঞ্জুরহাট গামী একটি টেম্পু খাদে চরে ব্রেক ফেল করে তাকে চাপা দেয়।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা ।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা ঘাতক টেম্পুটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালককে আটক করতে পুলিশ চেষ্ট চালাচ্ছে।
মন্তব্য চালু নেই