ভোলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে, আহত-২২

ভোলার বাংলাবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সর্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও তার যাত্রীদের উদ্ধারে কাজ করছে। তবে এ ঘটনায় কেউ নিহত ও নিখাঁজ রয়েছে কিনা তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে কাপফিয়া নামের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-চ-৪৮৮) ভোলার দিকে আসছিলো। এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পানির ভেতরে থাকা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।



মন্তব্য চালু নেই