ভোলায় মন্দিরের পুরুহিতকে হত্যার হুমকি

ভোলা জেলার সদর উপজেলার বাপ্পা ইউনিয়নের মহাপ্রভুর মন্দিরের পুরুহিত জগদানন্দ ব্রহ্মচারীকে চঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে।

মন্দির কমিটির সদস্য নীহার কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় মন্দিরের প্রণামী বাক্স খুলার পর একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। এতে লেখা আছে সাবধান থেকে পারবি না। তোদেরকে হত্যা করা হবে। জবাই করে হত্যা করা হবে। এ মন্দিরে পূজা-অর্চনার কাজ করেন মন্দিরের পুরুহিত জগদানন্দ ব্রহ্মচারী।

এ ব্যাপারে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই