ভোলায় বিদ্যুৎ-গ্যাস অপচয় রোধে সচেতনার লক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ভোলা জেলা ইউনিট ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরামের আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও গ্যাস অপচয় রোধে সচেতনা মুলক প্রচারের লক্ষ্যে বুধবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব এর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় বিদ্যুৎ ও গ্যাসের অপচয় রোধ করে দেশের জাতীয় সম্পদ রক্ষা এবং সকল বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বন্ধ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরামের ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ভোলা সদর ইউনিটের কো-অর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম ইমরান, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ভোলা সরকারি কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর এম সাদ্দাম হোসাইন অপি, যুগ্ন কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান মিশুক এবং ভোলা সরকারি মহিলা কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর রিয়া সাহা, যুগ্ন কো-অর্ডিনেটর মোঃ রাকিব হোসেন। আরো উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ভোলা জেলা ইউনিটের সকল এ্যাকটিভ সিটিজেনরা।



মন্তব্য চালু নেই