ভোলায় বিদ্যুস্পৃষ্ট হয়ে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিদ্যুপৃষ্ট হয়ে জাহিদ(১১)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার(২৬অক্টোবর) বিকাল ৩টায় এ দূর্ঘটনা ঘটে। জাহিদ একই এলাকার ব্যবসায়ী আমির হোসেন রাড়ীর ছেলে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, শশীভূষণ-গজারিয়া সড়কের এওয়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার ইউনিক বিকস’র কাছে বাবার দোকানের পাশে পেঁপে গাছে উঠলে পল্লী বিদ্যুতের পাশর্^ সংযোগের তারে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার চলছে শোকের মাতম।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই