ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার
ভোলায় দুরপাল্লার বাসে লোকাল যাত্রী বহনের প্রতিবাদে জেলার অভ্যান্তরিন সকল রুটে বাস ধর্মঘট ২ দিন পর প্রত্যাহার করা হয়েছে। রবিবার বিকালের পর থেকে বাস চলাচল শুরু হয়েছে। দুপুরে পর জেলা প্রশাসনের সাথে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও দূরপাল্লার বাস মালিকদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারসহ ভোলা টু চরফ্যাশন মহা সড়ক থেকে ব্যারিকেড তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।
সমঝোতা বৈঠকে মেঘনা ট্রান্সপোট,শতাব্দি পরিবহন, ভোলা এক্সপ্রেস, তোফা পরিবহন ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত তাদের বাস বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, শনিবার সকালে ভোলা বাস মালিক ও শ্রমিক সমিতি হঠাৎ করে দূর পাল্লার বাসে লোকাল যাত্রী বহনের প্রতিবাদে জেলার সকল রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দেয়।
একই সাথে বাস স্ট্যান্ড এলাকায় সড়কে বাস দিয়ে অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে। এতে অন্যকোন যান জেলার প্রধান সড়কে চলাচল করতে না পেরে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে ।
মন্তব্য চালু নেই