ভোলায় বানিজ্য মন্ত্রীর পক্ষে ২৩টি মন্দিরে চাল ও অর্থ বিতরন

আসন্ন সারদীয় দূর্গোৎসব আনন্দ ময় করার জন্য ভোলায় বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে ভোলা সদর উপজেলার ২৩ টি মন্দিরে ২টন করে (জিআর) চাল ও নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রবিবার রাতে ভোলা পৌর ভবনে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষে এই অনুদান প্রদান করে জেলা পরিষদ এর প্রশাসক ও ভোলা জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু ও ভোলা পৌর সভার মেয়র মোহাম্মদ মনিরুামান মনির।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অভিনাশ নন্দি, সদর উপজেলা কমিটির সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহাসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই