“ভোলায় পুলিশের নীতি হবে জিরো টলারেন্স”

কামরুজ্জামান শাহীন, চরফ্যাসন: সকল পেশার এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা থাকলে দ্বীপ জেলা ভোলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভোলার নব যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেন । তিনি বলেছেন, ভোলার মানুষ সব সময়ই শান্তিপ্রিয়। শান্তির এ জনপদকে যাতে কেউ অশান্তি তৈরি হতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। তিনি আরও বলেন, রাজনীতিকবিদসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে সহজ করছে। শান্তি প্রশ্নে সবাই আন্তরিক থাকলে ভোলা হবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত এক শান্তির নীড়। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার (৩ আগস্ট ) বিকাল ৩ঘটিকার সময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু.এনামুল হকের সভাপতিত্বে চরফ্যাসন পুলিশ প্রশাসনের আয়োজনে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী’ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোকতার হোসেন এসব কথা বলেন। চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাসন থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ঈমাম, শিক্ষক, গণমাধ্যম কর্মী. রাজেনৈতিক দলের নেতা,ইউপি চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, চরফ্যাসন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাসন পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক মনির আহমেদ শুভ্র, চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, চরফ্যাসন খাসমহল জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ আঃ খালেক,চরফ্যাসন উপজেলা ওলামালীগ সভাপতি মাওঃ মাইনউদ্দিন, চরফ্যাসন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন, চরফ্যাসন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা প্রমুখ ।



মন্তব্য চালু নেই