ভোলায় পুলিশের ধাওয়ায় গেয়ে পানিতে পড়ে নিহত-১ আহত-১০

ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়ায় পুলিশের হামলা ও ধাওয়ায় গেয়ে পানিতে পড়ে এক কৃষকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে।এ প্রতিনিধিকে তথ্য নিশ্চিত করেছেন ভোলার ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ।জানা গেছে, ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয় কৃষকরা রাস্তায় ধান শুকাতে দিলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়। পরে পুলিশ ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের উপর লাঠিচার্জ করে।

এসময় পুলিশের পিটুনিতে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায় জামাল উদ্দিন (৩৫) নামের এক কৃষক। পরে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।জামাল উদ্দিনের মৃত্যুর সংবাদে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। এসময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিক্ষোভ চলছিল।



মন্তব্য চালু নেই