ভোলায় ধানের ভালো ফলনেও হতাশ কৃষক
ভোলায় বোরো ধানের ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষকেরা। এবারের বিশাল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামীতে ধানচাষ না করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক কৃষক। একর প্রতি সহ¯্রাধিক টাকা লোকশান গুনতে হচ্ছে তাদের।
জেলা সদর, বোরহান উদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় এবার ৪৭ হাজার ৯০২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৪৮ হাজার ৫৩০ হেক্টর জমিতে।
আবহাওয়া অনূকুল থাকায় এবং কৃষি বিভাগের পরার্মশ নিয়ে চাষীরা তাদের কাঙ্খিত ফলন পেয়েছে দাবি করে ভোলা সদর উপজেলার কৃষি র্কমর্কতা মুছা ইবনে সাইদ বলেন। এর ফলে ভোলায় খাদ্যের চাহদিা পূরণ হয়েও উদ্বৃত্ত থাকব।
ব্যাপক ফলন দেখে কৃষকের মুখে ছিলো হাসি। কিন্তু বাজারে দাম দেখে কৃষকের মাথায় যে নো আকাশ ভেঙ্গে পড়ছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, ধানের দাম খুব কম। যেই দামে বিক্রি করতে হচ্ছে আগামীতে ধানের এই মূল্য থাকলে আর চাষাবাদই হবে না।
ফলন খুব ভালো হয়েছে জানিয়ে আরেকজন কৃষক দুঃখের সাথে বলেন, ‘ফলন ভালো হইলে লাভ হইবো কি? ধানেরতো দর নাই। এ রকম হলেতো কৃষক বাঁচবো না।’
কৃষকরা বলছেন, এভাবে ধানের দাম কমে গেলে হাজার হাজার টাকা লোকশান গুনে মহাজনের টাকা পরিশোধ করতে পথে বসতে হবে অনেককে।
মন্তব্য চালু নেই