ভোলায় দায়িত্বশীল ইউনিয়ন পরিষদ প্রকল্পের জেলা কমিটি গঠিত

ভোলায় দায়িত্বশীল ইউনিয়ন পরিষদ প্রকল্পের জেলা কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। সভায় নতুন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান।

ভোলার ৫টি উপজেলার সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মোকাম্মেল হক মিলন, সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন, কৃষি-মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, শিক্ষা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুসরিন আক্তার, পল্লী অবকাঠামো বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ফরাজী এবং সদস্য নাহিদা সিরাজ (বোরহানউদ্দিন), রাবেয়া বেগম (তজুমদ্দিন) ও আশরাফুল ইসলাম (লালমোহন)।

প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায় থেকে দায়িত্বশীল ইউনিয়ন পরিষদ প্রকল্পের জেলা কমিটি গঠন হওয়ায় প্রকল্পের কার্যক্রম গতিশীল হবে। পাশাপাশি হত দরিদ্র জনগোষ্ঠীর সুবিধার্থে ইউনিয়ন পরিষদ পর্ষদের নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবে।



মন্তব্য চালু নেই